কঠোর বিধিনিষেধের সঙ্গে দেশের পরিবহন ব্যবস্থা সচল করতে চাইছে কেন্দ্র
কলকাতা টাইমসঃ
দ্রুত দেশের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে চাইছে কেন্দ্র। তবে এর জন্য দেশের মানুষের ওপর কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গডকরি। আজ বুধবার দেশের ‘বাস অ্যান্ড কার অপারেটরস ফেডারেশন’ এর সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে এই কথা জানান গডকড়ি। দ্রুত দেশের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করা হবে বলে ফেডারেশনকে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।
সামাজিক দূরত্ব বিধি মেনে যাত্রী পরিবহনের পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও গাড়িতে স্যানিটাইজার রাখা সহ আরও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা ভাবছে কেন্দ্র। তবে কবে নাগাদ যান চলাচল শুরু হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি। প্রসঙ্গত, দেশে তৃতীয় দফায় লকডাউন বাড়ানো হয়েছে আগামী ১৭ মে পর্যন্ত।