চক্রান্ত করেই জেলে খালেদা জিয়াকে কোনো চিকিৎসাই করাচ্ছে না সরকার, অভিযোগ রিজভীর
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দেশনেত্রীর জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ বক্তব্য ডাহা মিথ্যা। সরকারি মেডিকেল বোর্ড অর্থোপেডিক বেড দেয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল, তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। মনে হচ্ছে- এর পেছনে সরকারের কোনো গভীর চক্রান্ত রয়েছে। খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও তার জামিন স্থগিত করাও ওই চক্রান্তেরই অংশ।