January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

এখানে মহিলাদের পরিবহনের সব খরচ বহন করবে সরকার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

খন থেকে দিল্লির মহিলারা সরকারি বাস ও মেট্রোতে বিনা খরচে যাতায়াত করতে পারবেন।মহিলাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নতুন ঘোষণা এটি।

আগামী তিন মাসের মধ্যেই এই সুবিধা চালু হবে বলে কেজরিওয়ালের ঘোষণা। তবে তার এমন ঘোষণার পর কেন্দ্রের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লি সরকারের ৭০০ কোটি টাকা বার্ষিক খরচ পড়বে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

তিনি বলেন, যারা বিনামূল্যে টিকিট কিনতে চাইবেন, তাদের ভর্তুকি গ্রহণ করতে হবে। অনেক মহিলাই এই পরিবহনের খরচ বহন করতে সক্ষম। কাজেই যারা পারবেন, তারা যদি টিকিট কেনেন ও নিজেদের ভর্তুকি না নেন তাহলে বাকিরা এ থেকে সুবিধা নিতে পারবেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দিল্লি মেট্রো ও পাবলিক বাসে মহিলাদের পরিবহনের সব খরচ বহন করবে। তিনি বলেন, দিল্লিই একমাত্র সরকার, যারা সৎ। আপনার অর্থকে সুবিধাপ্রাপ্তিতে খরচ করছে এবং তারপরেও লাভে চলছে। তবে দিল্লির মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। তাই এ বিষয়ে কেন্দ্র কি সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট নয়।

২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে সাতটি লোকসভা আসনের প্রতিটিতেই হারতে হয়েছে তাদের। বিজেপি সব কয়টি আসনেই জয়লাভ করেছে। এর ফলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে তার দল বেশ বিপাকে পড়বে বলেই সম্ভাবনা দেখা দিয়েছে।সেই বিপাক থেকেই উৎরানোর এটি নতুন পন্থা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

Related Posts

Leave a Reply