বাড়ি বাড়ি ঘুরে গোবর কিনবে সরকার !

কলকাতা টাইমসঃ
বাড়ি বাড়ি ঘুরে গোবর কিনবে সরকার। সেই গোবর দিয়ে তৈরী হবে ভার্মি কম্পোসড সার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বৃহস্পতিবার এই অভিনব প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এক সপ্তাহের মধ্যেই গোবরের দাম নির্ধারন করবেন তারা। মুক্ষমন্ত্রীর ব্যাখ্যা, রাস্তাঘাটে গরুর অবাধ বিচরনের ফলে দুর্ঘটনা বাড়ছে। সেই গরুর বিরুদ্ধে অন্যের ফসল খেয়ে নষ্ট করারও অভিযোগ উঠছে। তা বন্ধ করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর ধারণা, সরকারি উদ্যোগে গোবর কেনা শুরু হলে আর্থিক উপার্জনের কথা ভেবে কেউ আর গরু ছেড়ে রাখবেন না। তার আরও দাবি, এই ধরনের প্রকল্পে লোকজন গবাদিপশু পালনে আগ্রহী হবেন। ফলে, গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে। ইতিমধ্যেই ২ হাজারেরও বেশি গোশালা তৈরি করে দিয়েছে ছত্তিশগড় সরকার। দ্রুত আরও ৫ হাজার গোশালা তৈরির পরিকল্পনাও করেছে তারা।