একি কান্ড ! ‘প্রেমিক’কে কাঁধে তুলে হাঁটা দিলেন নায়িকা!
কলকাতা টাইমস :
ইউরোপে বউ কাঁধে নিয়ে দৌঁড়ানোর একটা প্রতিযোগিতা হয়ে থাকে যা খুবই ইন্টারেস্টিং। কিন্তু এর চেয়েও ইন্টারেস্টিং কাণ্ড ঘটালেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। গৌরবকে পিঠে নিয়ে হাঁটলেন তিনি! পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী। কিন্তু কেন এমন কাজ করলেন দেবলীনা?
নিজেদের ব্যক্তিগত রসায়ন নিয়ে প্রকাশ্যে সরাসরি কিছু বলতে চান না এই জুটি। তবে তাদের সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিত টালিউডের একটি বড় অংশ। সোশ্যাল সাইটের পোস্টেই প্রেমিককে কাঁধে নিয়ে দৌঁড়ানোর কারণ বুঝিয়ে দিয়েছেন দেবলীনা। আসলে তারা একই সঙ্গে জিম করেন। সেখানেই এই এক্সপেরিমেন্ট করেছেন অভিনেত্রী। দেবলীনা জানিয়েছেন, এই প্রথম তিনি কাউকে পিঠে নিয়ে হাঁটলেন।
দেবলীনার সঙ্গে রিলেশনশিপ নিয়ে জানতে চাওয়া হলে আগেই গৌরব বলেছিলেন, ‘আমার ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করলেই সব বোঝা যাবে। দেখুন, আমি খুব অনেস্ট। আমার ফ্যামিলির কাছেও সব পরিষ্কার। কিন্তু ওর বাবা-মায়ের কাছে মার খাওয়ার ভয় আছে। লোকে আমার রিলেশনশিপ নিয়ে বলতেই পারে, কিন্তু আমি নিজে থেকে কিছু মেনশন করতে চাই না। বলিও না।’