হাতে সিগারেট নিয়ে অন্তর্বাসহীন ছবিতে তোলপাড় ‘ইংলিশ মিডিয়াম’ -এর নায়িকা তথা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার!

কলকাতা টাইমসঃ
শুটিংয়ের ফাঁকে সিগারেট হাতে সময় কাটাচ্ছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। সেই মুহূর্তের একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। তার ঘনিষ্ঠজনরা বলছেন, নানা রকম কটূক্তির জেরে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছেন সাবা। যদিও তার পাশেই দাঁড়িয়েছেন পাক অভিনেতা-অভিনেত্রীরা।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে গা থেকে কোট খুলছেন সাবা। সিগারেট টানছেন। পেছনে চুল ঠিক করে দিচ্ছেন সম্ভবত তার হেয়ার ড্রেসার। কিন্তু কোটের ভিতরে সাদা শার্ট পরা। ভেতরে অন্তর্বাস নেই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। তাকে ঘিরে সমালোচনা, কটাক্ষ, আক্রমণ করে নানা রকম কমেন্ট শুরু হয়ে যায়। অনেকেই তাকে ঘিরে কুৎসিৎ ইঙ্গিত ও মন্তব্য করেছেন। ইসলাম ধর্মকে আঘাত করা হয়েছে বলেও আক্রমণ ধেয়ে এসেছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে।
ফ্যানদের একটা বড় অংশই অবশ্য তার পাশে দাঁড়িয়েছেন। অধিকাংশেরই মন্তব্য, ছবিগুলো সাবা নিজে কোথাও শেয়ার করেননি। ওই ছবি-ভিডিও কীভাবে ছড়িয়ে পড়ল, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। যিনি ছবি তুলেছেন, তিনি সাবার পরিচিত। কারণ ছবি তোলার সময় সাবার চোখেমুখেও কোনো অস্বস্তি ধরা পড়েনি। তার অজান্তে তোলা হয়েছে এমনও নয়। পাক সংবাদমাধ্যমগুলো বলছে, যিনি ভিডিও করেছেন, তিনি সেটি কোনো ভাবেই সোশ্যাল মিডিয়ায় দেননি। কোনোভাবে সেই ভিডিওটি লিক হয়ে যায়। স্টিল ছবিগুলো আলাদা করে তোলা হয়নি। ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে স্টিল ছবি তৈরি করে টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রথম সারির ফিল্ম ও টিভি স্টার সাবা কামার। তার ঝুলিতে রয়েছে পাকিস্তান ও ভারতের একাধিক পুরস্কার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সুবাদে বলিউডেও তিনি পরিচিত মুখ। কয়েক মাস আগে, পাকিস্তানের আর এক অভিনেত্রী মাহিরা খানেরও সিগারেট খাওয়ার ছবি লিক হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। একই ভাবে আক্রমণের মুখে পড়েন তিনিও। রণবীর কাপুরের সঙ্গে ছোট-আঁটোসাঁটো পোশাক পরে সিগারেট খাচ্ছিলেন মাহিরা। সেই প্রসঙ্গ তুলেও অনেকে সাবার পাশে দাঁড়িয়েছেন।