January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

কেউ সারা শরীর, কেউ পা এমনকি হাসিও কোটি কোটিতে সুরক্ষিত করেছেন হলিউড তারকারা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
লিউড শব্দটা শুনলেই চোখের সামনে চলে আসে এক ঝলমলে দুনিয়া। সেজন্যই হলিউডের বাসিন্দারা ভক্তদের কাছে স্বপ্নের মতো। হলিউডের এই বাসিন্দারাদের নতুন নতুন কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই।  কারণ হরহামেশা অদ্ভূত সব কাণ্ড ঘটিয়ে থাকেন তারা! এর মধ্যে অন্যতম বীমা। জীবন নয়, তাদের কেউ কেউ সারা শরীর, কেউবা পা এমনকি হাসিও বীমা করিয়ে রেখেছেন। হলিউডের বিখ্যাত কোন তারকা কে কি বীমা করেছেন, তা দেওয়া হলো এখানে।

* হলিউডের প্রিটি ওম্যান মানেই জুলিয়া রবার্টস। তাই তার হাসির দাম মিলিয়ন ডলার হওয়াই স্বাভাবিক! মার্কিন এই অভিনেত্রী নিজের সুন্দর হাসি বীমা করে রেখেছেন ৩ কোটি ডলারে।

* মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ তার নিতম্ব বীমা করিয়ে রেখেছে ৩০ কোটি ডলারে।

* জেমস বন্ড বলে কথা! ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ তার সারা শরীর বীমা করিয়ে রেখেছেন ৯৫ লাখ ডলারে।

* মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা তার স্তন বীমা করেছেন ২০ লাখ মার্কিন ডলারে।

* মার্কিন গায়িকা মারায়া ক্যারির তার পা দু’খানা বীমা করেছেন ১০ কেটি ডলারে।

* অস্ট্রেলিয়ান গায়িকা কাইলি মিনোগ তার নিতম্ব বীমা করেছেন ৫০ লাখ ডলারে।

* জার্মান মডেল হেইডি ক্লুম তার পা বীমা করেছেন ২২ লাখ এবং ১২ লাখ ডলারে।
* মার্কিন মডেল ও টিভি তারকা হলি ম্যাডিসন তার স্তন বীমা করেছেন ১০ লাখ মার্কিন ডলারে।

Related Posts

Leave a Reply