November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়ঙ্কর পরিস্থিতি, চূড়ান্ত সতর্কতা জারি হলো হাওয়াই দ্বীপপুঞ্জে!

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ভয়ঙ্কর রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। মঙ্গলবার থেকে বিগ আইল্যান্ডে নতুন একটি ফাটল দিয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখানেই জ্বালামুখটি অবস্থিত। এতে জ্বালামুখ দিয়ে ব্যাপক ছাইভস্ম আকাশের দিকে অনেক উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে। ছাইভস্ম চারদিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বাতাসের দূষণ পরিমাপ বিষয়ক সতর্কতা জারি করেছে।

এই ব্যাপারে হাওয়াইয়ান কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কিলাউয়ার একটি জ্বালামুখ দিয়ে পাথর ও গ্যাসের ধোঁয়া আকাশের দিকে উঠে দক্ষিণপশ্চিম দিকে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য রেড এলার্ট জারি করে জানিয়েছে, ছাই ১০ থেকে ১২ হাজার ফিট উঁচুতে উঠে পড়ছে।

এছাড়া, আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। কিলাউয়ায় বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিটি অবস্থিত। কিলাউয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় লাভাগুলোর একটি। এই নিয়ে সেখানে ৩ মে থেকে মোট ২০টি লাভা নির্গমণকারী ফাটল সৃষ্টি হলো।

 

Related Posts

Leave a Reply