আমেরিকায় আছড়ে পড়লো ভয়ঙ্কর তুষার ঝড়
কলকাতা টাইমসঃ
আমেরিকায় আছড়ে পড়লো ভয়ঙ্কর তুষার ঝড়। বুধবার রাত থেকে শুরু হওয়া ঝড়ের নাম ‘বোম্ব সাইক্লোন।’ যার জেরে অন্তত ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কলোরাডোতে।
ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার একাংশে বুধবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। ডেনভার, কানসাসে ইতোমধ্যেই বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ। যখন ব্যারোমেট্রিক প্রেসার ২৪ মিলিবারের নিচে নেমে যায় ২৪ ঘণ্টার মধ্যে, তাকেই ‘বোম্ব সাইক্লোন’ বলে থাকেন আবহাওয়াবিদরা। জারি করা হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যালার্টও। শুক্র এবং শনিবারেও তাপমাত্রা থাকবে হিমাঙ্কের ১৫ ডিগ্রি নীচে।