মার্কিনিদের মৃত্যু সংখ্যায় ম্লান দু’দশকের ভয়াবহ ভিয়েতনাম যুদ্ধ
কলকাতা টাইমস:
করোনার কাছে ম্লান হয়ে গেলো মার্কিন-ভিয়েতনাম যুদ্ধ। ২০ বছর যাবৎ চলা ওই যুদ্ধে যত আমেরিকান প্রাণ হারিয়েছিলেন, গত ২ মাসে করোনায় মৃত্যু হয়েছে তার থেকে বেশি মানুষের। সূত্রের খবর, ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই ২০ বছরে প্রায় ৫৮,২০০ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছিলেন সেই ভয়াবহ যুদ্ধে। যার মধ্যে ৪৭,৪৩৪ জন ছিলেন মার্কিন সৈনিক।
দুই দশক ধরে চলা সেই ভিয়েতনাম যুদ্ধকে চাপিয়ে গেলো বর্তমান করোনা ভাইরাসের আক্রমণ। গতকাল অর্থাৎ বুধবার পর্যন্ত প্রায় ১০ লক্ষ মার্কিন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজারেরও বেশি নাগরিকের। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।