November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

দুরন্ত ফুটবলে বরফ চূর্ণ করলো বিশ্বকাপের থার্ড বয় বেলজিয়াম 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল বধ করা বেলজিয়ামের দুরন্ত ফর্ম অব্যাহত। রাশিয়া বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ খারাপ খেলেই প্রথমবার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল বেলজিয়ামের।

সেমিফাইনালে বেলজিয়াম ০-১ গোলে হেরেছিল ফ্রান্সের কাছে। সেই বেলজিয়াম বিশ্বকাপের পরও তাদের টিমগেম বজায় রেখে ঝড়ো গতিতে ফুটবল খেলে চলেছে। প্রদর্শনী ম্যাচে স্কটল্যান্ডকে চার গোলে হারানোর পর বিশ্বকাপের ‘থার্ড বয়’ বেলজিয়াম এবার উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ৩-০ হারাল আইসল্যান্ডকে। যে আইসল্যান্ডকে বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে প্রতিরোধ গড়ে সাড়া ফেলে দিয়েছিল।

আইসল্যান্ড হলো বরফের দেশ। তাদের দেশের বরফের মতোই আইসল্যান্ডের রক্ষণও জমাট। মাত্র তিন লাখ ৩৪ হাজার জনসংখ্যার সেই বরফ ঢাকা দেশে আইসল্যান্ডের ফুটবল গোটা বিশ্বের কাছে বিষ্ময়। ২০১৬ ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়ে চমকপ্রদ দেখানো আইসল্যান্ডের রক্ষণকে উষ্ণ ফুটবল খেলে গলিয়ে দিল বেলজিয়াম। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের প্রথম গোলটি করেন ইডেন হ্যাজার্ড।

লুকাকুকে বক্সে অবৈধভাবে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় বেলজিয়াম। সেই পেনাল্টি থেকেই গোল করেন তারকা এই স্ট্রাইকার। প্রথম গোলের দু’মিনিট পরই লুকাকু দলের ব্যবধান বাড়ান দারুণ গোল করে। প্রধমার্ধে ব্যবধান কমানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আইসল্যান্ডের। প্রধমার্ধের পর বেলজিয়াম ঝড়ো ফুটবল খেলতে থাকে। যে ঝড়ো ফুটবলটা তারা রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে প্রথমার্ধে খেলেছিল। সেদিন নেইমাররা প্রথমার্ধে দুটো গোল খেয়ে ম্যাচ প্রায় হেরে বসেছিলেন।

আইসল্যান্ডের বিরুদ্ধেও তাই হল। দ্বিতীয়ার্ধে অবশ্য আইসল্যান্ড পাল্টা দেওয়ার চেষ্টা করল। যদি সেই লুকাকু বরফ গলিয়ে দিলেন। ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লুকাকু। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচেও গোল করেছিলেন লুকাকু।

 

Related Posts

Leave a Reply