বিশ্বকাপের প্রভাব রাশিয়ার অর্থনীতিতে খুবই ক্ষণস্থায়ী হবে ! -মুডি’স
নিউজ ডেস্কঃ
ফুটবলের মহাযজ্ঞ শুরু হচ্ছে রাশিয়ায়। এই নিয়ে বিশ্বের বাকি দেশগুলোতে উন্মাদনার কমতি নেই। আগামী ১৪ জুন রাশিয়ান ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি শুরু হতে চলেছে। দেশের ১১ টি শহরে চলবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে বিলিয়ন ডলার খরচ করছে রাশিয়া।
তবে রেটিং সংস্থা মুডি’স ইনভেস্টর সার্ভিস বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্বকাপের প্রভাব রাশিয়ার অর্থনীতিতে খুবই ক্ষণস্থায়ী হবে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ রাশিয়া। বিশ্বকাপ উপলক্ষে পর্যটন খাতে আরও গুরুত্ব দিচ্ছে দেশটি। সংস্থাটি জানায়, ‘এত স্বল্প সময়ে বিশ্বকাপ দেশটির জাতীয় পর্যায়ে যে প্রভাব ফেলবে তা হবে খুবই সীমিত পরিসরে।’