গুরুত্ব বাড়ছে কিমের, এবার রাশিয়ায় আমন্ত্রণ পুতিনের
কলকাতা টাইমসঃ
আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ বৃহস্পতিবার কিমকে এই আমন্ত্রণ দেন পুতিন৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে প্রায় গোটা বিশ্ব৷ মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম৷ মঙ্গলবার সিঙ্গাপুরে বহু প্রতীক্ষিত বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা৷ সেন্টোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে সৃষ্টি হয় ইতিহাস৷
বৈঠক শেষে দুই দেশের সর্বাধিনায়কের শরীরী ভাষাই বুঝিয়ে দিয়েছে বৈঠক কতটা ইতিবাচক হয়েছে৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজে সই করেছেন তারা৷ অতীত ভুলে দুই দেশকেই নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন কিম৷ ট্রাম্পও পাল্টা আশ্বাসের বাণী শুনিয়েছেন।
শোনা যাচ্ছে, এবার মার্কিন মুলুকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ একইভাবে কিম জং উনের আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তর কোরিয়ায় যাবেন বলে সম্মতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তেমনটা হলে সেটিও ইতিহাসের আরেকটি অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। এর আগে অন্তত ১১ বার দুই দেশ কাছাকাছি আস্তে চেয়ে ব্যর্থ হয়েছে।