January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

প্রভাবশালী ব্যক্তির রোষের শিকার হতে পারেন তাই… 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জকের দিনে সবকিছু ভালোর জন্য কাজের টেবিলে একটি রূপোর কয়েন রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : পরিবারের আন্তরিকতা আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। ব্যবসাক্ষেত্রে আপনার বাইরের লোকের সাহায্য দরকার পড়বে। কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকারা প্রভাবশালী ব্যক্তির রোষের শিকার হতে পারেন। কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়।

বৃষ : প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। অর্থ, কর্ম, সমাজ ও সন্তানকে নিয়ে মন অস্থির থাকবে। হঠকারি সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির যোগ আছে। জাতিকারা ন্যায্য কথা বলার ফলে পরিবারে সমালোচিত হতে পারেন।  মানসিক কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে।

মিথুন : নতুন ব্যবসার কথাবার্তা এগোতে পারে। নিজের দক্ষতায় ঘরে বসেই দূরের কাজ সামাল দিতে পারবেন। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন।

কর্কট : নিজের ভালো-মন্দ অন্যের ভরসায় রেখে দিলে সমস্যা বাড়বে। আপনাকে প্রভাবিত করে কোনো বিশেষ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে আপনার পছন্দকে প্রাধান্য না দেওয়াও হতে পারে। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে।

সিংহ : প্রতিশ্রুতির দাম না দেওয়ার ফলে আপনি নানা রকম অভিযোগে আপনি অভিযুক্ত হতে পারেন। বন্ধুর বুদ্ধির প্রয়োগে সমস্যা থেকে মুক্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে।

কন্যা : ভুল ব্যক্তিকে সন্দেহ করার ফলে ক্ষতির মুখে পড়বেন। এর ফলে কর্মক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করে অভিনন্দিত হবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে।

তুলা : আপনার উপর বেশি মাত্রায় নির্ভর করার ফলে কর্মক্ষেত্রে আপনি চাপের মুখে পড়তে পারেন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।

বৃশ্চিক : আজকের দিনে কাঙ্ক্ষিত লক্ষে আপনার সফল হওয়ার যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয় মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের কাছের বন্ধুদের সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ আছে।

ধনু : পারিবারিক যোগাযোগ কাজে লাগাতে পারলে সফলতা পাবেন। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের জন্য কর্মক্ষেত্রে পরিচালকদের তরফে আপনাকে ডাকা হতে পারে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।

মকর : আপনার ব্যবহারে আজ সহকর্মী ও কর্মচারীরা প্রভাবিত হবে। আত্মীয়দের তরফে সুনাম লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনোন ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে।

কুম্ভ : আপনার মার্জিত স্বভাব শত্রুকে বশ করতে সাহায্য করবে। কর্মে সাফল্য লাভের যোগ আছে। প্রতিকূলতার মধ্যে লক্ষ্যে স্থির রাখার পুরস্কার পেতে পারেন। দিনের শেষভাগে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজকে অভিনন্দিত হবে। বাধা থাকলেও কাজে সফলতা আসবে।

মীন : নিজস্ব পরিমণ্ডলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে।

Related Posts

Leave a Reply