গুজব ছড়ানো বন্ধ হবে ইঞ্জেকশনে
গুজব ছড়ানোতে দারুণ আগ্রহী কিছু মানুষ থাকেন। আবার গুজবে কান দিতেও মজা লাগে অনেকের। অনেক সময় গুজব বড় ধরনের অঘটনের জন্ম দেয়। গুজব রটানো থামাতে কোনো কার্যকর পদ্ধতি নিয়ে এগিয়ে এলেন বিশেষজ্ঞরা। বানানো হলো এক ধরনের ইঞ্জেকশন। যারা গুজব ছড়াতে আগ্রহী তাদের দেহে এই ইঞ্জেকশন প্রদান করা হলে তারা আর গুজব রটাতে পারবেন না। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ইঞ্জেকশনটি তৈরি করেছেন।
বিশেষজ্ঞরা জানান, অনেকের সামনে কোনো একটা মিথ্যা ছড়াতে গেলে মস্তিষ্কে বিশেষ কিছু রাসায়নিক উপাদানের ক্ষরণ ঘটে। তবে নতুন এই টীকা নেওয়া থাকলে মিথ্যা বলতে গেলেই শরীরে এক ধরনের অস্বস্তি তৈরি হবে। বিশেষত গলার পেশি দুর্বল হয়ে পড়বে।
তবে যে মিথ্যা একাধিক লোকের সামনে বলতে হয় না, তা বলতে গেলে কিন্তু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হয় না। তাই ব্যক্তিগত কথোপকথনে যদি কেউ মিথ্যা বলেন, তাহলে টীকার মাধ্যমে সেই মিথ্যা আটকানো যাবে না। কিভাবে মানুষের শরীরে এই ইঞ্জেকশনের প্রয়োগ ঘটবে তা বলা হয়নি এখনো।
আরেকটি প্রশ্ন থেকেই যায়। মানুষ কি স্বেচ্ছায় এই ইঞ্জেকশন গ্রহণ করবেন?