আগামীকাল থেকে বন্ধ থাকবে ইন্টারনেট !
কলকাতা টাইমসঃ
এবছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত আগামীকাল থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যে সমস্ত জায়গায় মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রবণতা রয়েছে, পরীক্ষা চলাকালীন সে সব জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজ্যের মোট ৪২ টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে এই পরিষেবা।