বিশ্বের ১২০ টি দেশে সরাসরি সম্প্রচার হবে আইপিএল
কলকাতা টাইমসঃ
এবার বিশ্বের ১২০ টি দেশে সরাসরি সম্প্রচার হবে আইপিএল। তবে সেই তালিকায় থাকছে না পাকিস্তান। বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ক্রিকেটের ত্রয়োদশটম আসরের খেলা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। প্রসঙ্গত করোনার কারণে বিশ্বজুড়ে থমকে রয়েছে খেলাধুলোর জগৎ। গত মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আইপিএল সম্প্রচারের স্বত্ব পাওয়া ষ্টার স্পোর্টস।
বিরাট সংখ্যক দেশের সঙ্গে এই খেলা দেখানোর জন্য চুক্তি করে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে চ্যানেল কতৃপক্ষ। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপসহ অনেক দেশেই আইপিএল সরাসরি সম্প্রচার করা হবে এই বছর। শুধু বঞ্চিত থাকবে পাকিস্তান।