‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে উত্তাল হলো ইরানি পার্লামেন্ট
কলকাতা টাইমসঃ
‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে উত্তাল হলো ইরানি পার্লামেন্ট। গতকাল, সোমবার মার্কিন অগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের পার্লামেন্টে ক্ষোভে ফেটে পড়েন সমস্ত সাংসদরা। সেখানেই একযোগে এই দাবি তোলেন দেশের নীতিনির্ধারকরা। তাদের মতে, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে প্রার্থীই জিতুক তাতে ইরান নীতির মৌলিক কোনও পার্থক্য হয় না।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দিনটি ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭৯ সালের ৩ নভেম্বর গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাসের দখল নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র। সেই দিন মার্কিন দূতাবাস থেকে তারা গুপ্তচরবৃত্তির বিপুল নথিপত্রও উদ্ধার করে ছিলেন।