January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

অভিষেক টেস্ট খেলার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন এই আইরিশ ব্যাটসম্যান 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এড জয়সে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নিলেন। আয়ারল্যান্ডের হয়ে স্বপ্নের অভিষেক টেস্ট খেলার ১৫ দিনের মধ্যেই বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করলেন তিনি।

চলতি মাসের শুরুতে মালাহিডে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্ট খেলা আয়ারল্যান্ড দলের সদস্য ছিলেন ৩৯ বছর বয়সী জয়সে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ১১তম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে আইরিশদের। ক্যারিয়ারে মোট ৭৮ টি এক দিনের আন্তর্জাতিক ও ১৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন জয়সে। যার মধ্যে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৭টি ওয়ানডে ও দুটি টি-২০।

সবচেয়ে অভিজ্ঞ এবং অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ২০১১ বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ড দলের হয়ে খেলেছেন। গত বছর ইংলিশ কাউন্টি থেকে অবসর নেওয়া জয়সে এখন আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগ দেবেন। তিনি বলেন, ‘আমি মনে করছি অবসর নেওয়া এবং নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।’

 

Related Posts

Leave a Reply