ইজরায়েল সরকারই ‘পেগাসাসের’ চালিকাশক্তি !
কলকাতা টাইমসঃ
ইসরায়েল সরকারের হাতেই বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্পাইওয়ার পেগাসাসের স্টিয়ারিং। জানা যাচ্ছে, এনএসও গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইজরায়েল। প্রসঙ্গত, এনএসওর প্রতিষ্ঠাতা নিভ, সালেভ এবং ওমরির নাম অনুসারেই এই সংস্থার নামকরন। কোম্পানির স্টেট সিক্রেট বা রাষ্ট্রীয় গোপনীয়তা বলছে তাদের ‘গোল্ডেন রুল’ অনুযায়ী আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলে এটা ব্যবহার করা যায় না। ২০১১ সালে মেক্সিকো পেগাসাস স্পাইওয়্যার সর্বপ্রথম ক্রয় করে।
এনএসও জানিয়েছে, ৪০টি দেশের ৬০টি সরকারি প্রতিষ্ঠান তাদের ক্রেতা। ইতিমধ্যে সফটওয়্যারটির অপব্যবহার হয়েছে কি না তা জানতে ইসরায়েল সরকার একটি তদন্ত কমিশনও গঠন করেছে। যদিও এনএসও সব অভিযোগ অস্বীকার করেছে। পেগাসাস যদি কোনওভাবে ফোনের মধ্যে ঢুকতে পারে, তাহলে মালিকের অজান্তে ফোনকে ২৪ ঘণ্টার এক নজরদারির যন্ত্রে পরিণত করার ক্ষমতা রাখে। স্পাইওয়্যারটি ফোনের কথাবার্তা রেকর্ড করা এবং ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে ভিডিও রেকর্ড করতেও সক্ষম।