মাথায় কাঁঠাল পড়ে জানান দিল করোনা পজিটিভ
কলকাতা টাইমস :
একেই বলে মাথায় কাঁঠাল ভাঙা, থুরি মাথায় বিপদ ভেঙে পড়া। গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাটিতে পড়ে যান, কাঁঠাল এসে পড়ে সোজা মাথায়। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে বলা হয়, অস্ত্রোপচার লাগবে। এজন্য রক্ত পরীক্ষা করাতেই ধরা পড়ল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। সম্প্রতি এ ঘটনা ঘটেছে কেরালায়।
জানা গেছে, কেরলের কাসরগোড় জেলার এক অটোরিকশাচালক কিছুদিন আগে গাছে উঠেছিলেন কাঁঠাল পাড়তে। হঠাৎ তার মাথায় একটি কাঁঠাল ছিড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কান্নুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষার পর জানা যায়, মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। এ জন্য শিগগিরই তার অস্ত্রোপচারের প্রয়োজন।
এসময় হাসপাতালের নিয়ম অনুযায়ী ওই অটোচালকের করোনা টেস্ট করানো হয়। সেখান থেকেই জানা যায়, তিনি ভাইরাস-আক্রান্ত। তবে ওই ব্যক্তি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, অটোর কোনও যাত্রীর মাধ্যমেই ভাইরাস ঢুকেছে তার শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওই অটোচালকের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি, তার সংস্পর্শে আসা লোকজনেরও খোঁজখবর নেওয়া হচ্ছে।