সাপের মাথার মণি আসলে কালো রঙের একটি ….
কলকাতা টাইমস :
নানান গল্প থেকে শুরু করে সিনেমা সাপের মাথার মণি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে রয়েছে নানা রহস্য ও গল্প। যা পরে-দেখে আমাদের মনে প্রশ্ন জাগে সত্যি কি সাপের মাথায় মনি থাকে। বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা। জানা যায়, আসলে এই মণি হল সাপের বিষের কঠিন রূপ। সাপের বিষ তৈরি হয় একটি গ্রন্থিতে। সেখান থেকে বিষ নির্গত হয়ে সাপের দাঁতে এসে জমা হয়। কখনও কখনও বিষ নির্গত না হতে পারলে সেই বিষ জমে কঠিন স্ফটিকাকার হয়ে যায়। দেখতেও হয় চকচকে। যেমন জল জমে বরফ হয়ে যায় তেমনি। তবে এটি আর গলে না। সেটাই লোকের কাছে সাপের মণি!
এই জমাট বাঁধা বিষ খুব একটা কঠিন নয়।এর রং কালো। এ থেকে আলোর দ্যুতির বিচ্ছুরণ ইত্যাদি কিছু হওয়ার কোনো প্রশ্নই নেই। পুরোটাই মিথ। প্রগাঢ় কল্পনা মাত্র।
আসলে সাপের মতো রহস্যময় সরীসৃপকে ঘিরে সেই আদিকাল থেকে নানা আশ্চর্য গালগল্প গড়ে উঠেছে। নাগমণি তার মধ্যে হয়তো সবথেকে আশ্চর্য ও রহস্যময় গল্প ।