November 22, 2024     Select Language
Uncategorized

বাবা হতে চেয়ে স্ত্রীর কাছে ছুটিতে গেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি 

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ বাবা হতে চেয়ে বউয়ের কাছে যেতে চাইল জেলের এক আসামি। তার সেই ইচ্ছার পক্ষেই সাফাই গাইলো আদালত। সেই সন্তান ধারণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির দু’‌সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে মাদ্রাজ হাইকোর্ট।

আদালত বলেছে, সেই কয়েদির স্ত্রীর সন্তানের কামনা তার প্রাপ্য অধিকার। তা তাকে দিতে বাধ্য প্রশাসন। গত ১৮ বছর ধরে জেলে রয়েছেন ৪০ বছর বয়স্ক এক কয়েদি। তার ৩২ বছরের স্ত্রী সন্তান ধারণের জন্য স্বামীর ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তামিলনাড়ু সরকার তাকে প্যারোল দেয়নি। এরপরই মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন তিনি।

তামিলনাড়ু রাজ্য সরকারের দাবি নাকচ করে বিচারপতি এস বিমলাদেবী এবং টি কৃষ্ণবল্লী বলেন, প্রয়োজন হলে সাদা পোশাকের পুলিসকর্মী সেওই আসামির নিরাপত্তায় সর্বক্ষণ মোতায়েন করুক সরকার। সেই কয়েদির সন্তান হওয়া সম্ভব। কিন্তু সেজন্য তার কিছু শারীরিক পরীক্ষা প্রয়োজন।

একইসঙ্গে মাদ্রাজ হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে, ভারত সরকার অনেক আগেই জেলের ভিতর দাম্পত্য মিলনের প্রস্তাব পাস করেছে। এটা তাদের দেওয়া কোনও সুবিধা নয়, তাদের প্রাপ্য অধিকার। যদি কোনও কয়েদীই সাংসারিক বন্ধনে জড়ায় তাহলে তার মধ্যে থেকে অপরাধ প্রবণতা কমারও সম্ভাবনা থাকে।

এদিকে হাইকোর্টের এই নির্দেশের পর খুশি সেই কয়েদির পরিবার। আপাতত দু’‌সপ্তাহের ছুটি মঞ্জুর হলেও প্রয়োজনে আরও দু’‌সপ্তাহ ছুটি পেতে পারেন সেই কয়েদি।

 

Related Posts

Leave a Reply