November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কথা রেখেছিলেন তিনি, একদিনের প্রেমেই রাজরানী

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
সাড়া জাগানো কয়েকটি রাজকীয় বিয়ে হয়েছে। তবে একদিনের প্রেমে রাজরানী হয়েছে কেউ জানা না থাকলেও ঘটেছে তা-ই।
অবশ্য সাড়া জাগানো বিয়েগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় ওঠে। ২০১১ সালের এপ্রিলে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে বেশ সাড়া জাগিয়েছে।
জুলাইয়ে মোনাকোর প্রিন্স আলবার্ট বিয়ে করেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু চারলেন উইটস্টোককে। এই দুই সুখী দম্পতির ছবি সব মাধ্যমে প্রকাশিত হয়। অন্য আরেকটি রাজকীয় বিয়ে হয়েছিল এশিয়ায়।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বিয়ে করেন তার পছন্দের জেটসান পেমাকে। সেই কাহিনীই বলা হচ্ছে এখানে।
ভুটানের সবচেয়ে আনন্দদায়ক রাজকীয় ঘটনা।
একবার ৭ বছরের ছোট্ট এক বালিকা ১৭ বছরের এক কিশোরকে দেখে বলে, প্লিজ, আমাকে নিয়ে চল না। কিশোরটির নাম জিগমে।
ছোট্ট জেটসানকে কিশোরটি জবাব দিল, তুমি যখন বড় হবে তখন। আমি যদি একা থাকি এবং বিয়ে না করি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব।
১৪ বছর পর জেটসান অপূর্ব সুন্দরী, আত্মবিশ্বাসী নারীতে পরিণত হলেন। আর জিগমে হলেন ভুটানের রাজা। ২০১১ সালের ১৩ অক্টোবর তিনি জেটসানকে তার রানী করে সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।
বিয়ের অনুষ্ঠানটি হয় পুনাখা জংয়ে। ১৬৩৭ সালে ফো চু ও মো চু নদীর সঙ্গমস্থলে এটি নির্মিত হয়। ১৯৫৫ সাল পর্যন্ত এটা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। এখন এটা ভুটানের বৌদ্ধ সন্ন্যাসীদের শীতকালীন আবাস। এটি রাজকীয় বিয়ে ও অভিষেক অনুষ্ঠানেরও ঐতিহ্যবাহী স্থান।

Related Posts

Leave a Reply