অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স কার বাজারে আনতে করেছে একে-৪৭ এর প্রস্তুতকারী সংস্থা
কলকাতা টাইমসঃ
মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে টেক্কা দিতে নতুন ধরনের গাড়ি বাজারে আনতে চলেছে রাশিয়ার ম্যানুফ্যাকচারিং ফার্ম কালাশনিকভ। দুনিয়াজুড়ে বিখ্যাত একে-৪৭ এর প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সম্প্রতি মস্কোর এক অনুষ্ঠানে তাদের ইলেক্ট্রিক গাড়ি সিভি-১ এর একটি প্রোটোটাইপ উন্মোচন করে।
১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়নে তৈরী হ্যাচব্যাক কারের মতো বিরল ডিজাইনের এই গাড়িটিকে ‘সুপারকার’ হিসেবে দাবি করেছে রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে কালাশনিকভ জানিয়েছে, সিভি-১ গাড়িটিতে বেশকিছু ‘জটিল পক্রিয়া’ ও প্রযুক্তির সমন্বয় থাকবে, যা টেসলার মতো ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদেরকে ভালো অবস্থান তৈরীতে সাহায্য করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন এর গতি হবে এখনকার ইলেক্ট্রিক গাড়িগুলোর গতির চেয়ে কয়েক গুণ বেশি এবং একবার চার্জেই এটি ২২০ মাইল পর্যন্ত চলতে পারবে। কালাশনিকভ শুধু গাড়িটির একটি প্রোটোটাইপ উন্মোচন করেছে। কিন্তু এটি কবে বাজারে আসবে বা এর দাম কেমন হবে, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি তারা।