January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এবার ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ র যাত্রা শুরু…

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

গায়ের রং ফর্সা হলে তার কদর বেশি মানুষের এমন ধারণাকে বদলে দিতে নতুন এক প্রচার চারদিকে ছড়িয়ে পড়েছে। ফর্সা নয়, গায়ের কালো রংকে উদযাপন করতেই নতুন এ সামাজিক প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘আনফেয়ার এন্ড লাভলি’।

এই প্রচার শুরু করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অব টেক্সাস ও অস্টিনের তিন শিক্ষার্থী। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের প্যাক্স জোনস (২১) নামের এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর উদ্যোগে এর যাত্রা শুরু। প্যাক্স নিজের, তার দক্ষিণ এশিয়ান সহপাঠীদের এবং দুই বোন মিরুশা ও ইয়ানুশার ছবি সিরিজ আকারে প্রকাশ করেন। মিরুশা ও ইয়ানুশা ভারতের তামিল বংশোদ্ভূত, তাদের গায়ের শ্যামলা। তারাও এই উদ্যোগে শামিল হন।সংবাদ মাধ্যমকে প্যাক্স বলেন, ‘শুধু গায়ের রঙের কারণে আমাদের জীবনধারা কতটা ভিন্ন হয়ে যায়—সেই বিষয়টির প্রতিই আমরা মানুষের মনোযোগ আকর্ষণ করছি।’

টুইটার ও ফেসবুকে হ্যাশট্যাগ ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ লিখে এই প্রচারের প্রতি সমর্থন জানাচ্ছেন অনেকেই। এছাড়া ছবি পোস্ট হচ্ছে ইনস্টাগ্রামে।

Related Posts

Leave a Reply