মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা আইনজীবী সংগঠনের
কলকাতা টাইমসঃ
শান্তিপূর্ণ বিক্ষোভে অন্যায়ভাবে বাধা দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হল মার্কিন মুলুকে। অভিযোগ, গত সোমবার ট্রাম্পকে হোয়াইট হাউজের কাছে একটি চার্চে যাওয়ার জন্য পার্কে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখতে থাকা নাগরিকদের হিংস্রভাবে সরিয়ে দেওয়া হয়। যা তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছিল বলে মনে করছেন তারা। ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলাকারীদের অভিযোগ গত সোমবার লাফায়েত্তে পার্ক থেকে বিক্ষোভকারীদের বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে বলে অভিযোগ। মামলাটি দায়ের করেছে ওয়াশিংটনের লয়ার্স’ কমিটি ফর সিভিল রাইটস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, লয়ার্স কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল এবং দ্য ল ফার্ম অব আর্নল্ড অ্যান্ড পোর্টার।