‘টাইটানিকের’ সে ছোট ছেলেটি ২০ বছর পরও অচেনা চেকে টাকা পায়
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে বর্তমানে যুবক হয়ে উঠা রিস থম্পসন নাম। এই যুবক বিশ বছর আগে ‘টাইটানিক’-এ একটা খুব ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু সেদিনের সেই বালকটিকে ভুলতে পারেননি ‘টাইটানিক’-প্রেমীরা।
‘লিটল আইরিশ বয়’— এটাই ছিল সেই চরিত্রের পরিচয়। সে, তার বোন ও মা ছিল ‘টাইটানিক’-এর কমদামি টিকিটের যাত্রী। জাহাজডুবির সময়ে মা বুঝতে পারে, লাইফবোটে জায়গা পাওয়ার আশা তাদের নেই। তাই তাদের ঘুম পাড়িয়ে দেয় মা। অসামান্য বেদনার সেই মুহূর্ত। ছবির প্রধান ট্র্যাজেডি-কাঠামোকে পুষ্ট করেছিল এই ধরনের ট্রিভিয়া।
আজ যুবক রিস স্মরণ করতে পারেন, সেই অভিনয়ের জন্য তিনি ৩০,০০০ মার্কিন ডলার পেয়েছিলেন। সেটা নিঃসন্দেহে বড় অঙ্কের টাকা। তারপর থেকে আয় কিন্তু থেমে থাকেনি রিসের। ছবি মুক্তির পর থেকে আসতে থাকে চেক। অগণিত অপরিচিত মানুষ তার নামে টাকা পাঠাতে শুরু করেন।
সেদিনের সেই ৫ বছরের শিশুটির অভিনয় ও অভিব্যক্তি এতটাই মন ছুঁয়েছিল দর্শকের যে, ২৫ বছর বয়সে এসেও তিনি চেক পেয়ে চলেছেন অজ্ঞাত-অপরিচিতদের কাছ থেকে। ১০০ থেকে ৩০০ মার্কিন ডলারের চেক তার নামে আজও আসে প্রতি বছর যার উৎস শতাধিক বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ।