এশিয়ার প্রায় ৮ কোটি শিশুর জীবন আজ বিপন্ন
কলকাতা টাইমসঃ
লকডাউনের জেরে প্রায় বন্ধ টিকাকরণ কর্মসূচি। যার ফলে বিপন্ন হয়ে পড়েছে এশিয়ার প্রায় ৮ কোটি শিশুর জীবন। তথ্য বলছে ২০১৯-এর মার্চের তুলনায় এ বছরের মার্চে হাম, রুবেলা, মাম্পসের টিকাকরণের কাজ ৬৯ শতাংশ কম হয়েছে। হামের টিকাকরণ বন্ধ রয়েছে ভারত সহ অন্তত ২৭ টি দেশে সদ্যোজাতদের পোলিও খাওয়ানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে ৩৮টি দেশে।
আশঙ্কা, আগামী দিনে হাম, রুবেলা, কলেরা, ডায়রিয়া ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কোভিড আক্রান্তের সংখ্যাকেও ছাপিয়ে যাবে। অথচ টিকাকরণ কর্মসূচির মাধ্যমে ৭ বছর আগে পোলিও রোগটি ভারত থেকে এক রকম নির্মূলই হয়ে গিয়েছিল। লাগাতার টিকাকরণ কর্মসূচির দৌলতে ২০১৮ এবং ২০১৯-এ ভারতে দ্রুত কমেছিল হাম এবং রুবেলায় আক্রান্তের সংখ্যাও।