তরুণীর চোঁখ থেকে বেরিয়ে এলো জীবন্ত মৌমাছি !
কলকাতা টাইমসঃ
২৮ বছরের এক মহিলার চোঁখ থেকে বেরিয়ে এলো জীবন্ত মৌমাছি। তও আবার একটা দুটো নয় চার চারটি। ঘটনাটি তাইওয়ানের। মহিলার নাম হে। এক আত্মীয়ের কবর পরিষ্কার করার সময় মৌমাছিগুলো তার চোখে ঢুকে যায়। মহিলা প্রথমে ভেবেছিলেন, তার চোখে ধুলো পড়েছে।
কিন্তু কয়েক ঘণ্টা পরও চোখের ব্যথা না কমায় তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তার মাইক্রোস্কোপ দিয়ে চোঁখের কোনে একটা পতঙ্গের পায়ের মতো কিছু দেখতে পান। এরপরই একে একে বেরিয়ে আসে চারটি জীবন্ত মৌমাছি। মহিলা কনট্যাক্ট লেন্স ভেঙ্গে যাওয়ার ভয়ে চোখ ঘষেননি। যদি তা করতেন তাহলে তার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন ডা. হং।