আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা
কলকাতা টাইমসঃ
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা। আজ শনিবার বিভিন্ন রাজ্যের মুক্ষমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তেমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুক্ষমন্ত্রীদের বক্তব্য শোনার পর মোদী তাদের জানান, আপনাদের মতামত শুনে এবং বিশেষজ্ঞদের পরামর্শের পর মনে হচ্ছে আরও অন্তত ২ সপ্তাহের জন্য লকডাউন চালিয়ে যাওয়া উচিত।
উল্লেখ্য, দেশের অধিকাংশ রাজ্যের মুক্ষমন্ত্রীরাই আরও কিছুদিন লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন। ইতিমধ্যেই নিজেদের রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পাঞ্জাব। আগামী ২/৩ দিনের মধ্যে এই প্রসঙ্গে কেন্দ্র তার গাইডলাইন জানিয়ে দেবেন বলেও জানান প্রধানমন্ত্রী।