আর বাড়বে না যুদ্ধবিরতির মেয়াদ -তালিবান
কলকাতা টাইমসঃ
আফগানিস্তানে তালিবানদের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছিল আফগান সরকার। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয় তালিবানরা। ঈদ উপলক্ষে আফগানিস্তানে সরকার ও তালিবান প্রথমবারের মতো দেশব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা করে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই চুক্তি শেষ হয় গত রবিবার।
প্রেসিডেন্ট আশরাফ ঘানির এক মুখপাত্র টুইটারে জানান, সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছে। কিন্তু তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে রবিবার বলেন, ‘আজ রাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে এবং আমাদের অভিযান ফের শুরু হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো চিন্তা আমাদের নেই।’ তালিবানের এই ঘোষণার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তালিবানের অনেক যোদ্ধা রাজধানী কাবুলসহ আশপাশের অনেক শহরে ঢুকে পড়েছে। এবং যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরও তারা সেই সব শহরেই অবস্থান করছে।