প্লেনে নিম্নমানের কাজু বাদাম পরিবেশন করা হলো খোদ শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে!
কলকাতা টাইমসঃ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা সরকারি বিমানে কলম্বো ফেরার পথে তাকে কাজু বাদাম দেওয়া হলে রেগে যান তিনি। যার ফলে প্রেসিডেন্টের আপত্তিতে প্লেনে বাদাম দেওয়া বন্ধ করে দিলো শ্রীলঙ্কার জাতীয় এয়ারলাইন্স।
জানা যাচ্ছে, শ্রীলঙ্কার কৃষকদের সঙ্গে এক বৈঠকে গত সোমবার (১০ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট বলেন, কাঠমান্ডু থেকে কলম্বোতে ফেরার পথে ফ্লাইটে আমাকে কাজু বাদাম দেওয়া হয়। কিন্তু এগুলো এতোটাই খারাপ ছিল যে কুকুরও খেতে পারবে না। আমি জানতে চাই কে এই বাদামগুলো কিনেছে?
সম্প্রতি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগ উঠেছে। যার ফলে প্রেসিডেন্সিয়াল স্পেশাল কমিশন এই ব্যাপারে তদন্তও শুরু করেছে। এই ব্যাপারে সেদেশের এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, বাদাম শুধুমাত্র বিজনেস ক্লাসের প্লেনে সরবারহ করা হতো। এ ঘটনার পর কাজুর ব্যবহার বন্ধ করা হয়েছে।
জানা গেছে, দুবাইয়ের একটি সংস্থার কাছ থেকে কাজু বাদাম আমদানি করেছিল শ্রীলঙ্কার জাতীয় এয়ারলাইন্স। সেই বাদামই বিজনেস ক্লাসের যাত্রীদের পরিবেশন করা হয়। কিন্তু প্রেসিডেন্টের রেগে যাওয়ার কারণে দুবাইয়ের ওই সংস্থার কাছ থেকে আর কাজু বাদাম আমদানি করবে না বলে জানিয়েছে সেদেশের বিমান সংস্থা।