করোনা ভ্যাকসিনের প্রধান অন্তরায় বানর !
কলকাতা টাইমসঃ
থমকে যাবে করোনার ভ্যাকসিন তৈরী। কারণ বানর! এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এলো মার্কিন গবেষণাগার থেকে। সমস্যা এতটাই তীব্র আকার নিয়েছে যে, সেদেশে থমকে জাওয়ার উপক্রম হয়েছে করোনা গবেষণার প্রক্রিয়া। আমেরিকার ‘ইউএস ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টারের গবেষকদের মতে, রিসাস প্রজাতির বানর বায়ো মেডিক্যাল গবেষণার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই প্রজাতির বানরের সংকট আজ প্রবল আকার নিয়েছে আমেরিকায়।
জানা যাচ্ছে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ৩৫ হাজার বানরের মধ্যে ৬০ শতাংশই ছিল চিন থেকে আসা। বর্তমান করোনা পরিস্থিতিতে এই আমদানি সম্পূর্ণ বন্ধ। করোনা সংক্রামিত বানরদের রাখতে বিশেষ ধরণের বায়ো সেফটি লেভেল-৩ পরীক্ষাগারের প্রয়োজন হয়। আমেরিকায় এই ধরনের ল্যাবের সংখ্যা অপ্রতুল। যার ফলে করোনার পরীক্ষা নিরীক্ষায় সমস্যার সম্মুখীন হচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা।