গ্রেপ্তার করা হলো মালদ্বীপের রাষ্ট্রপতিকে, একইসঙ্গে গ্রেপ্তার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরী হলো মালদ্বীপে। সদ্য ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে সেদেশে। জরুরি অবস্থার কথা ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেনার হাতে বন্দি হলেন ঘোষণাকারী খোদ প্রেসিডেন্ট। একই সংগে দেশটির সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মূলত এই দুজনের সংঘাতের ফলেই অশান্ত হয়ে ওঠে সেদেশের পরিস্থিতি।
জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেফতার হয়েছেন রাষ্ট্রপতি। আটক করা হয়েছে মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ূমকে। রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।