আজকের বিজ্ঞানের কাছেও অজানা বিশেষ সংকেতের অর্থ
কেউ কেউ এসব সভ্যতায় উন্নত জাতির আগমনের সন্ধান করেছেন, কেউ আবার সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন। কিন্তু দাবি উড়িয়ে দিলেও হাজার হাজার বছর আগের সভ্যতার উৎকর্ষতার পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।
প্রত্নতত্ত্ব নিদর্শনের অনেক ছবি সম্পর্কে রয়েছে নানা দাবি, ব্যাখ্যা। সম্প্রতি একদল বিজ্ঞানী বেশ কিছু হারানো সভ্যতার নিদর্শনে বিশেষ মিল খুঁজে পেয়েছেন।
মেসোপটেমিয়া সভ্যতার নিদর্শনের কথাই ধরা যাক। সেখানকার অনেক নিদর্শনেই একটি জিনিস দেখা যায়। সেটি হল হাতব্যাগ। হাতে আঁকা কিংবা গড়া.. অনেক দেব মূর্তির হাতে বিশেষ ব্যাগের উপস্থিতি রয়েছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাগের অর্থ তারা আমাদের জন্য কিছু নিয়ে এসেছিলেন। তা উপঢৌকনও হতে পারে বা আমাদের আরোগ্য কিংবা মুক্তির ওষুধও হতে পারে।
একই ধরনের ব্যাগের অস্তিত্ব রয়েছে মিসর সভ্যতাতেও। রয়েছে সুমেরিয় সভ্যতাতেও। এদের অনেক দেব দেবীর মূর্তিতেই হাতে ধরে থাকতে দেখা গেছে হাতব্যাগকে।
প্রাচীন এসব সভ্যতার বাইরেও পৃথিবীতে আবিস্কৃত অনেক হারানো সভ্যতায় এমন বিশেষ ব্যাগ দেব-দেবীদের বহন করতে দেখা গেছে। যেমন ইন্দোনেশিয়া, মেক্সিকো, আফ্রিকাতেও পাথরে খোদিত দেব-দেবীর ছবিতে রয়েছে বিশেষ ব্যাগের অস্তিত্ব।
তবে এই ব্যাগগুলো কী নিছক ছবি বা স্থাপত্য? এলিয়েন বিশ্বাসীরা বলছেন অন্য কথা। মানব জাতির জন্য তারা বিশেষ প্রযুক্তি বহন করে এনেছিলেন। যা আমাদের উন্নতিতে রেখেছিল অবদান। আসলেই কি তাই..?