প্রবল ইসরায়েল বিরোধিতায় মধ্যপ্রাচ্য: সরাসরি যুদ্ধে সামিল হতে পারে কিছু দেশ !
কলকাতা টাইমসঃ
আজ শনিবারও পঞ্চমদিনের জন্য প্যালেস্তাইনে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। অন্তত ১০ হাজার প্যালিস্তিনি ঘর ছাড়া। হামলায় এখনো পর্যন্ত ১৩৯ প্যালিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪০ জন শিশু। আহত প্রায় হাজার। এই হামলার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইতিমধ্যেই জর্ডন,লেবানন এবং সিরিয়ায় শুরু হয়েছে ব্যাপক ইসরায়েলবিরোধী বিক্ষোভ। আজ একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল সীমান্তের কিং অ্যালেনবাই সেতুর দিকে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার জর্ডিয়ান নাগরিক।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সিরিয়া থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। লেবাননের দিক থেকেও একইভাবে হামলা চালানো হয়। আরব আমিরশাহী দু’পক্ষকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। প্যালেস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে বাহরাইন। মরক্কো জানিয়েছে, তারা গাজায় ৪০ টন খাদ্য, ওষুধ এবং কম্বল পাঠাবে। বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ইসরায়েল অবিলম্বে এই নিষ্ঠুরতা বন্ধ করুক।