January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জঙ্গির ছেলে নয়, ডাক্তারের পরিচয় পেতে চায় গালিব 

[kodex_post_like_buttons]

নতুন দিল্লী : কেউ যাতে তাকে জঙ্গির ছেলে না বলতে পারে সেজন্য শিক্ষাকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় গালিব। ডাক্তার হতে চায় ভারতীয় সংসদ হামলায় মূল চক্রী মোহম্মদ আফজাল গুরুর ছেলে গালিবের। গালিব এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেয়েছে।বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর স্কুল বোর্ডের রেসাল্ট বেরিয়েছে আর তাতেই ৫০০ নম্বরে ৪৪১ পেয়ে এই সফলতা হাসিল করেছে গালিব।  ৫টি বিষয় এ গ্রেড পেয়েছে সে। বিজ্ঞানের ছাত্র গালিবের ইচ্ছা সে ডাক্তার হবে।

২০১৬ এ গালিব জম্মু-কাশ্মীর বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় শীর্ষস্থান হাসিল করেছিল।

Related Posts

Leave a Reply