এসইউভি ছুটিয়ে এলোপাথাড়ি গুলিতে ১৮ জনকে খুন করে পালালো দুষ্কৃতী !
কলকাতা টাইমসঃ
এসইউডি চালিয়ে এলোপাথাড়ি গুলি। ১৮ জনকে খুন করে পালালো দুষ্কৃতী! ভয়াবহ এই ঘটনার সাক্ষী থাকলো মেক্সিকো। সেদেশের রেনেসাঁ শহরের মানুষ শনিবার বিকেলে দেখলেন অসহায়ের মতো রাস্তায় লুটিয়ে পড়ছেন একেএকে সাধারণ মানুষ। অন্যদিকে দুরন্ত গতিতে গুলি চালাতে চালাতে ছুটে চলেছে একটি বহুমূল্য এসইউভি।
মার্কিন সীমান্ত ঘেঁষা মেক্সিকান শহর রেনোসার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এখনো পর্যন্ত এই ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আততায়ীকে ধাওয়া করেও ধরতে সক্ষম হয়নি পুলিশ। ইতিমধ্যেই সীমান্ত সিল করে পুলিশ আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে।