January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মডার্নার ভ্যাকসিন ‘অন্তত এক বছর’ করোনা থেকে বাঁচাবে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মার্কিন প্রতিষ্ঠান মডার্না উৎপাদিত করোনা ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে অন্তত এক বছর। ৩৯তম জে.পি মরগ্যান হেলথকেয়ার কনফারেন্সে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওষুধ কোম্পানিটি জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাস নির্মূলে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি নির্মিত তাদের ভ্যাকসিনটি বেশকিছু দেশে কার্যকারিতা প্রমাণে সক্ষম হয়েছে।

সিনথেটিক ‘এমআরএনএ’ সিস্টেমের সহায়তায় মডার্না উৎপাদিত ‘এমআরএনএ-১২৭৩’ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বহিঃআবরণকে অনুকরণ করে এবং সে অনুযায়ী কাজ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) কার্যকর করে তোলে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাসের যেকোনো ধরনের বিপরীতে তাদের ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষার কথা জানিয়েছিল।

মডার্না জানিয়েছে, ২০২১ সালের মধ্যে ৬০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে সক্ষম তারা।

Related Posts

Leave a Reply