নবজাতককে প্লাস্টিকে ভরে ক্যুরিয়ার করলেন মা, তার পরে…
কলকাতা টাইমস :
সন্তানের অপরাধ, সে অবাঞ্চিত। তাই চীনের ফিঝোউ প্রদেশে নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে প্লাস্টিকে ভরে ক্যুরিয়ার করলেন মা নিজেই। গর্ভাবস্থায় তাকে নষ্ট করা যায়নি বলেই জন্মানোর পরে চরম পদক্ষেপ নিল মা।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ বছর বয়সের ওই তরুণী একটি প্যাকেটে নবজাতককে ভরে চিলড্রেন্স ওয়েলফেয়ার ইনস্টিটিউশন নামে এক শিশুকল্যাণ সংস্থার উদ্দেশে ক্যুরিয়ার করে। যে ক্যুরিয়ার কর্মী ওই সংস্থায় যাচ্ছিলেন, তার হাতেই প্যাকেটটি ধরিয়ে দেয় সে। পথে যেতে যেতেই ওই কর্মী একটি শিশুর কান্না শুনতে পান। প্রথমটা ঠিক ঠাওর করতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন, কান্নার আওয়াজ ভেসে আসছে তাঁর হাতে থাকা পার্সেল থেকেই।
জানা গিয়েছে, শিশুটির বয়স মাত্র কয়েকদিন। তাকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা। এদিকে ওই ক্যুরিয়ার কর্মী পুরো ঘটনাটি পুলিশের কাছে জানান।