ছেলের সন্তানের জন্ম দিতে চলেছেন মা !
কলকাতা টাইমসঃ
স্বামীকে ডিভোর্স দিয়ে ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মা! শুধু তাই নয়, অফিসিয়ালি তাদের বিবাহ না হলেও, ছেলের সন্তান গর্ভে লালন করছেন মা! আজব এই ঘটনার সাক্ষী থাকতে চলেছেন রাশিয়ার ক্রাসনোদার ক্রাই -এর বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতন সেলিব্রিটি এই মা’য়ের কর্মকান্ডে হতবাক নেটিজেনরা। জানা যাচ্ছে, ২০০৭ সালে অ্যালেক্সির সঙ্গে বিয়ে হয় মারিনার। সেই সময় অ্যালেক্সির প্রথম পক্ষের দু’জন সন্তান রয়েছে। মারিনাকে বিয়ের পর তারা চার চারটি সন্তান দত্তকও নেন।
কিন্তু, মারিনা নিজের একটি সন্তান চাইছিলেন। যা নিয়ে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে ফাটল ধরে স্বামী স্ত্রীর। শেষপর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মারিনা এবং অ্যালেক্সি। বর্তমানে মারিনার গর্ভে ভ্লাদিমিরের সন্তান ভুমিষ্ট হওয়ার অপেক্ষায়। অ্যালেক্সির বয়স এখন ৪৫ বছর আর মারিনার ৩৫। সৎ ছেলে ভ্লাদিমিরকে সাত বছর বয়স থেকে মানুষ করছেন মারিনা .বর্তমানে ভ্লাদিমির ২০ বছরের যুবক।