হাড় হিম করা ঘটনা: ৬ বছরের সন্তানকে গাড়ির নিচে পিষে খুন করলেন মা !
কলকাতা টাইমসঃ
প্রেমিকের সঙ্গে নিজের নতুন জীবন শুরু করতে শিশু সন্তানকে খুন করে নদীর জলে ছুড়ে ফেললেন মা! এমনই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ওহিও প্রদেশের মিডলটাউন শহরে। ঠিক কি ঘটে ছিলো? জানা যাচ্ছে, মার্কিন তরুণী ব্রিটনি গনজে তার প্রেমিক হ্যামিলটনকে নিয়ে একদিন হঠাৎই হাজির হন স্থানীয় থানায়। অভিযোগ তার ৬ বছরের ছেলে জেমস হাচিনসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে উঠে আসে এক ভয়ংকর সত্য। জানা যায়, এই দুই প্রেমিক প্রেমিকা পরিকল্পিত ভাবে হত্যা করেছে নিষ্পাপ শিশুটিকে। হাচিসনকে উদ্ধার করতে শহরের বিভিন্ন ছবি সহ পোস্টার ছড়িয়ে দেয় পুলিশ। এরপরই কিছু প্রত্যক্ষদর্শীর সহায়তায় বেরিয়ে আসে মূল ঘটনা। নিজেদের নতুন জীবন থেকে সন্তানকে সরিয়ে দিতে একটি পার্কের মধ্যে প্রথমে হাচিনসনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়। এর পর তার ক্ষতবিক্ষত দেহ ছুড়ে ফেলা হয় নদীতে।