সদ্যোজাত কন্যাকে নার্সিংহোমেই বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন মা !

কলকাতা টাইমসঃ
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় নার্সিংহোমেই সন্তানকে হত্যা করলেন মা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো কলকাতার একবালপুরে। জানা যাচ্ছে, ওই এলাকার নেতাজি সুভাষ নার্সিংহোমে গত ১৮ অক্টবর ভর্তি হন আসন্ন প্রসবা লাভলী সিং। পরদিন অর্থাৎ ১৯ তারিখ এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নার্সিংহোম কতৃপক্ষ জানাচ্ছেন কন্যা সন্তানের জন্ম দেওয়ায় মোটেও খুশি ছিলেন না লাভলী।
এরপর আজ মায়ের পাশেই সদ্যোজাতের নিথর দেহ পরে থাকতে দেখতে পে হাসপাতাল কতৃপক্ষ। জানা যাচ্ছে ২১ বছর বয়সী ওই মহিলার স্বামী অজয় সিং ঠিক ওই মুহূর্তে লাভলীর পাশেই হাজির ছিলেন। মহিলাকে হাসপাতাল কতৃপক্ষের তরফে চেপে ধরতেই তিনি স্বীকার করে নেন, তিনি বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন তার সদ্যজাত কন্যাসন্তানকে। আপাতত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।