অক্সফোর্ড ইউনিভার্সিটির বহু কাঙ্খিত করোনা ভ্যাকসিন ব্যর্থ !
কলকাতা টাইমসঃ
অক্সফোর্ড ইউনিভার্সিটির বহু কাঙ্খিত ভ্যাকসিন প্রাথমিকভাবে ব্যর্থ। জানব গেছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ভুল ডোজ প্রয়োগ করার কারণেই সফলতা পেলোনা এটি। যদিও, ডোজ ভুল হলেও ট্রায়াল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড কতৃপক্ষ। মোট ২ হাজার মানুষের ওপর এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। সেখানেই ঘটে গেছে যাবতীয় গন্ডগোল। জানা হচ্ছে, যে মাত্রার তাদের ডোজ দেয়ার কথা তার থেকে কম ডোজ দেওয়া হয়েছে। ফলে পরীক্ষাটি ব্যর্থ বলেই ধরে নেওয়া হচ্ছে।
আগামী সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিনটি বাজারে আনতে বদ্ধপরিকর ছিল তারা। সেই পরিকল্পনা বাধাপ্রাপ্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ ভ্যাকসিন পেতে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরোলজিস্ট রবি গুপ্তার মতে, ‘এই ধরণের ভুল অস্বাভাবিক।’