খাশোগি হত্যার জের: ২১ জন সৌদি নাগরিকের ভিসা বাতিল করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জন সৌদি নাগরিকের মার্কিন ভিসা বাতিল করার কথা ঘোষণা করলো আমেরিকা। মঙ্গলবার সেদেশের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুয়ার্ট এই তথ্য সাংবাদিকদের জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের
প্রসঙ্গত, সাংবাদিক জামাল খাশোগিকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের মধ্যে ঘনিষ্ঠ মিত্র সৌদির বিরুদ্ধে এই প্রথম কোনো পদক্ষেপ নিতে চলেছে ওয়াশিংটন। খবর, তুরস্কের সৌদি আরবের কনসুলেটে জামাল খাশোগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর সেই ফোন কেটে দেওয়ার পরপরই হত্যা করা হয় খাশোগিকে।