উৎসবের নাম ‘বউ চুরি’!
কলকাতা টাইমসঃ
আফ্রিকার একটি ছোট্ট দেশ নাইজার। এক আজব উৎসবে মাতেন এখানকার ওডাআবে উপজাতির মানুষেরা। উৎসবের নাম ‘বউ চুরি’। অন্যের স্ত্রীকে চুরি করাটাই উৎসবের মূল সুর। প্রসঙ্গত ওডাআবে সমাজে একজন নারী বা পুরুষের বহু সম্পর্ক থাকা স্বাভাবিক ও সমাজস্বীকৃত ঘটনা। টানা সাতদিন সাতরাত ধরে চলে এই উৎসব। অন্যের বউ চুরির করার চিরাচরিত চেষ্টার সঙ্গে সঙ্গে এই উৎসবে চলে নাচগান, খানাপিনা।
ওডাআবে উপজাতির কাছে বছরের সবচেয়ে আকর্ষণীয় মাস হল সেপ্টেম্বর। সারাবছর এই উপজাতির মানুষেরা ছোট ছোট পরিবার নিয়ে গড়া দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়ায় নাইজারের মরুভূমি অঞ্চলে। এই সময় তারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে পালন করে এই উৎসব।