January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

প্রভাসের পরবর্তী ছবি ‘সাহো’ -র অ্যাকশন দৃশ্যগুলো ৯০ শতাংশই আসল ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দুবাইয়ে এখন পুরোদমে শুটিং চলছে প্রভাসের নতুন ছবি ‘সাহো’ -র। আবুধাবিতে শুট করা হচ্ছে অ্যাকশন দৃশ্যের। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাস জানিয়েছেন, ‘সাহো’ -র ৯০ শতাংশ অ্যাকশন দৃশ্য আসল। অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সের (সিজিআই) কারসাজি এই ছবিতে তেমন ভাবে দেখতে পাবেন না দর্শক। ছবিতে এমন কিছু চমকও রয়েছে যা আগে কখনও দর্শক দেখেননি বলেও জানিয়েছেন প্রভাস।

বিখ্যাত স্টান্ট কোঅর্ডিনেটর কেন্নি বেটস ‘সাহো’ -র অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনা করেছেন। এই দৃশ্যগুলো শুট করতে প্রায় ৯০ কোটি টাকা খরচ হয়েছে। প্রভাস বলেছেন, ছবির জন্য কেন্নির সঙ্গে দু’বছর আগে কথা হয়েছিল। আর তারপরেই রেকির জন্য আবুধাবি চলে আসে কেন্নি। আবুধাবি আসামাত্রই লোকেশনগুলোর প্রেমে পড়ে যায় ও। আর এও ঠিক করে যে, অ্যাকশন সিকুয়েন্সেগুলো যতটা সম্ভব আসল রাখা হবে।

বাহুবলীর গগণচুম্বী সাফল্যের পর প্রভাস আবার হাজির ‘সাহো’ নিয়ে। ‘বাহুবলী’র মতো এই ছবিও বিগ বাজেটের। প্রভাস ছাড়া ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদি এবং আরও অনেকেই। হিন্দি, তামিল আর তেলুগু এই তিন ভাষাতেই মুক্তি পাবে এই ছবি।

 

Related Posts

Leave a Reply