পরবর্তী ভাইরাসের উৎস অ্যামাজন !
কলকাতা টাইমসঃ
বিজ্ঞানীরা মনে করছেন করোনার পরবর্তী ভাইরাস ছড়াতে পারে বিশ্বের বৃহত্তম অরণ্য আমাজন থেকে। সেখানে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে অরণ্য। বিজ্ঞানীদের মতে -বনভূমি, মানুষ এবং ভাইরাসের মাঝে ঢালের মতন কাজ করে। সেখানে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত অ্যামাজনের প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটার বনভূমি নষ্ট হয়েছে।
বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেয় এই আমাজন। এই বনাঞ্চলই আগামী দিনে হয়ে উঠতে পারে নতুন কোনো মারণ ভাইরাসের আঁতুরঘর। ব্রাজিলের পরিবেশ বিজ্ঞানী ডেভিড লাপোলা জানিয়েছেন, আমাজনের গভীর অরণ্যে বহু চেনা-অচেনা ভাইরাস রয়েছে। অরণ্য ধংস করে নগর গড়ার চেষ্টা করলে মানুষ ভাইরাসে সংক্রমিত হবে।