পরবর্তী ঝড়ের নাম ‘গুলাব’: নাম দিলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
আজই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আগামী কয়েক ঘন্টা পর্যন্ত প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে তার তান্ডব অব্যাহত রাখবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এরই মধ্যে পরবর্তী ঝড়ের নাম ঠিক করে দিলো পাকিস্তান। যার নাম ‘গুলাব’। প্রসঙ্গত, ইয়াস নামটি দিয়েছে ওমান। এর আগের আম্ফানের নামকরণ করেছিল থাইল্যান্ড। তারও আগে ‘ফণী’ ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। ‘বুলবুল’ ছিল পাকিস্তানের দেওয়া নাম।
প্রসঙ্গত, ফার্সিতে ইয়াস শব্দের অর্থ সুগন্ধী ফুলের গাছ। যেটা জুঁইয়ের কাছাকাছি। অন্য একটি অর্থে কেউ কেউ বলছেন, এর মানে দুঃখ বা হতাশা। অন্যদিকে গুলাব অর্থ গোলাপ। সেই গোলাপ ঝড় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড ও সংলগ্ন উপকূলীয় দেশের কোন অংশকে বেছে নেবে, তা নির্ভর করছে প্রকৃতির উপরে।